২৫ হাজার ইউরোর গাড়ি তৈরি করবে টেসলা

৬ নভেম্বর, ২০২৩ ২২:০০  

জার্মানীতে ২৫ হাজার ইউরো মূল্যের গাড়ি তৈরির পরিকল্পনা করেছে টেসলা। দেশটির বার্লিনের কাছাকাছি নিজেদের কারখানায় এই গাড়ি তৈরি হবে। বিষয়টির সাথে জড়িতদের বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি অবশ্য কবে থেকে উৎপাদন শুরু হবে সেটি বলেননি।

এ বিষয়ে টেসলার পক্ষ থেকেও মন্তব্য পাওয়া যায়নি। তবে খবরটি ছড়িয়ে পর পর যুক্তরাষ্ট্রে টেসলার শেয়ারের মূল্য ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ইউরোপে ২০২৩ সালের প্রথমার্ধে যেমন ইলেকট্রিক গাড়ি বিক্রি হয়েছে সেগুলোর দাম ৬৫ হাজার ইউরোপ উপরে। সেখানে চীনে বিক্রি হয়েছে ৩১ হাজার ইউরোতে। আর একারণেই সাশ্রয়ী দামে ইউরোপের বাজার বাজিমাত করতে চায় ইলন মাস্কের টেসলা।

ডিবিটেক/বিএমটি